টিনএজারদের আরও সুরক্ষিত রাখতে এবং তাদের ওপর সামাজিকমাধ্যম নির্ভর যৌন নিপীড়ন ঠেকাতে নতুন কিছু সুরক্ষা ফিচার আনার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এর মধ্যে রয়েছে টিনএজারদের সঙ্গে আলাপের স্ক্রিনশট বন্ধ করার উদ্যোগও।
মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, কোন অ্যাকাউন্টগুলো যৌন নিপীড়নের সঙ্গে জড়িত তা শনাক্ত করতে ও টিনএজারদের সঙ্গে তাদের যোগাযোগ আরও কঠিন করে তুলতে প্রযুক্তির ব্যবহার করছে কোম্পানিটি।
নতুন এই সুরক্ষা ফিচারের আওতায় ব্যবহারকারীদের মেসেজ বা বার্তার স্ক্রিনশট নিতে বা বার্তায় পাঠানো ছোট আকারের ভিডিও বা ছবির স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না স্ক্যামাররা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে টিনএজারদের অজান্তেই তাদের ছবি ধারণ করে এরা।