গুগল ক্রোমে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ২২:২২

গুগল ক্রোম ব্রাউজার কমবেশি সবাই ব্যবহার করছেন। যে কোনো সময় গুগল ক্রোমে সাইবার আক্রমণের স্বীকার হতে পারেন। সম্প্রতি গুগল ক্রোম ব্রাউজারে একাধিক দুর্বলতা চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে হ্যাকাররা সিস্টেম দখল করে তা কাজে লাগাতে পারে।


ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের মতে, অ্যান্ড্রয়েড এবং গুগল ক্রোম উভয় ক্ষেত্রে একাধিক দুর্বলতা দেখা গিয়েছে। ফলে লাখ লাখ ডিভাইস সাইবার হামলার মুখে পড়বে। আর এই দুর্বলতাকে হাই সিভিয়ারিটির রেটিং দেওয়া হয়েছে। আর এটাকে যদি কাজে লাগানো হয়, তাহলে তা সাইবার হামলাকারীদের আরবিট্রারি কোড তৈরি করার অনুমতি দেবে। যার ফলে পুরো সিস্টেমটাতেই সমস্যা হবে।


এই ধরনের দুর্বলতা অ্যান্ড্রয়েড এবং গুগল ক্রোম-এর একাধিক ভার্সনের মধ্যেই রয়েছে। ফলে লাক লাখ ডিভাইস এমনকি ব্যবহারকারীরা বিপদের মুখে পড়তে পারেন। সরকারের সাইবার-নিরাপত্তা দলের মতে, অ্যান্ড্রয়েড এবং গুগল ক্রোমের এই দুর্বলতাগুলোর কিন্তু একাধিক কায়দায় অপব্যবহার করা সম্ভব। প্রাথমিকভাবে তা ম্যালিশাস ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশন দ্বারা করা হতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us