ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে আয়োজন করা 'ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টটি স্থগিত করা হয়েছে।
কনসার্টের নতুন তারিখ এখন চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনসের কো-ফাউন্ডার রাগিব ইয়াসার।
শুক্রবার এই কনসার্টে পারফর্ম করার কথা ছিল নগরবাউল জেমস এবং আর্ক, মাইলস ও দলছুটের।