সংলাপে ‘যা শুনেছেন, সেভাবে হচ্ছে না’, বিপদ দেখছেন মান্না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ২২:২৪

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সংলাপে সংস্কার নিয়ে যেসব কথা বলা হয়েছিল, সেভাবে চলছে না বলে আক্ষেপ করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না। সংস্কার নিয়ে যে আলোচনা আর যেসব পদক্ষেপ, তাকে পুরো বিষয়টা শেষ পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে যায় কি না, তা নিয়েও শঙ্কায় তিনি।


বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ে বৃহস্পতিবার নাগরিক ঐক্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা বলেন।


গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক নাগরিক ঐক্যেরও সভাপতি।


অন্তর্বর্তী সরকারের সংস্কারের আলোচনা এবং তাদের সঙ্গে দুই দফায় সংলাপের বিষয়ে তিনি বলেন, “সংস্কার প্রক্রিয়া সম্পর্কে এই পর্যন্ত যেটাই হয়েছে সেটার মধ্যে যে খুব সঙ্গতি দেখতে পারছি সেটাও নয়। সর্বশেষ যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছিল… আমরা কথা বলেছিলাম, তখন আমাদের প্রস্তাব ছিল, ওরাও (সরকার) এগ্রি করেছিলেন যে, নিজেদের মত করে একটা প্রস্তাব দেবে, তা না।…এটাও সবার সাথে কথা বলেই তাদের প্রস্তাবনাটা তৈরি হবে।


“এখন মনে হচ্ছে তা হচ্ছে না। তারা তাদের মত করেই করছেন। তার মানে আমাদের সাথে তো প্রথম থেকেই শুরু করতে হবে… সময় আরও বেশি লাগতে পারে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us