দীর্ঘায়িত বর্ষা আর বারবার বৃষ্টির সঙ্গে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। আর এখন তো বাংলাদেশে সারা বছরই ডেঙ্গু থাকে। তবে এ সময়কে বলে একেবারে ডেঙ্গুর ভরা মৌসুম। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। মারাও যাচ্ছেন। বাংলাদেশে ডেঙ্গু যেহেতু একটি ভয়াবহ রূপ নিয়েছে, তাই চিকিৎসা নিয়েও জনমনে নানা রকম বিভ্রান্তি আছে। চিকিৎসকদের পরামর্শের বাইরে গিয়েও অনেকে নানা বিশ্বাস থেকে ভুলভাল টোটকা চিকিৎসা নিয়ে থাকেন। এখানে ডেঙ্গুর চিকিৎসা–সংক্রান্ত চারটি তথ্য তুলে ধরা হলো—
১. ডেঙ্গু রোগীর শিরায় প্লাটিলেট পুশ করে মাত্রা বাড়ানো যায়
অনেক রোগীই শিরায় প্লাটিলেট নেওয়ার জন্য অস্থির হয়ে পড়েন। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারাহ দোলা বলেন, ‘এটা অনেকটাই মানসিক তৃপ্তি। কারণ, ডেঙ্গু রোগে রক্ত বা প্লাটিলেট দিলে তেমন কোনো উপকার পাওয়া যায় না। মারাত্মক রক্তক্ষরণ হলে কখনো কখনো রক্ত দেওয়ার দরকার পড়লেও প্লাটিলেটের তেমন কোনো কার্যকর ভূমিকা পাওয়া যায়নি। অযাচিত প্লাটিলেট সঞ্চালনায় বরং জটিলতা বাড়তে পারে।’