দিনে ঘুষ ৫ লাখ টাকা

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ১২:০০

দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাঠামোয় মন্ত্রীর কোনো পদ না থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ‘মন্ত্রী’ ও সচিবের নাম ভাঙিয়ে ফেনী সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। জমি, বাড়ি ও ফ্ল্যাটের কেনাবেচাসহ যেকোনো কিছুর নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হলে সরকার নির্ধারিত ফির বাইরেও এই সরকারি দপ্তরে বাড়তি অর্থ গুনতে হয় সেবাগ্রহীতাদের। আর চাহিদা অনুযায়ী বাড়তি অর্থ না দিলে নানা অজুহাতে রেজিস্ট্রেশনের জন্য মাসের পর মাস ঘোরানো হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন ভুক্তভোগী একাধিক ব্যক্তি।


খোঁজ নিয়ে জানা যায়, ফেনী সদর সাবরেজিস্ট্রি অফিসে গড়ে প্রতিদিন ৪০-৫০টি দলিল রেজিস্ট্রি হয়। এসব দলিলপ্রতি ঘুষ আদায় হয় গড়ে কমপক্ষে ১০ হাজার টাকা। এ হিসাবে প্রতিদিন ঘুষ আদায় হয় ৫ লাখ টাকা। সাপ্তাহিক দুদিনের ছুটি বাদ দিলে মাসে ২২ কার্যদিবসে ঘুষ আদায়ের পরিমাণ প্রায় কোটি টাকা। এর বাইরে বড় ধরনের জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রেশন তো আছেই। বিপুল অঙ্কের এ ঘুষের টাকা ভাগবাটোয়ারা হয় নানা ধাপে। অভিযোগ রয়েছে, ঘুষের টাকার ৫০ শতাংশ চলে যায় দপ্তরপ্রধান সাবরেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকারের পকেটে। বাকি টাকা ভাগাভাগি হয় দলিল লেখক, উমেদার, নকলনবিশ, অফিস সহকারী, মোহরার, এক্সট্রা মোহরার ও পিয়নের মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us