বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে সার্বিয়ার বেলগ্রড। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। রবিবার সকাল ৯টা ১১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা বেলগ্রেডের বায়ুর মানের স্কোর হচ্ছে ৬৭১ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ৬৩২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, শহরটির স্কোর হচ্ছে ২৮১। অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।
দূষণের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫২ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।