বাফুফে নির্বাচনে ২১ পদের বিপরীতে ৬২ মনোনয়ন বিক্রি

আজকের পত্রিকা প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ২০:৩৮

শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের কাজ। এবার ২১ পদের বিপরীতে ৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে বাফুফের গঠিত নির্বাচন কমিশন। 


২০২০ সালের নির্বাচনে ভোটের লড়াইয়ে ছিলেন ৪৯ জন। এবার শেষ পর্যন্ত কতজন থাকেন সেটাই দেখার অপেক্ষা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৪ ও ১৫ অক্টোবর। যাচাই-বাছাই ১৬ অক্টোবর। মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল করা যাবে ১৭ অক্টোবর এবং শুনানি ১৮ অক্টোবর। 



মনোনয়ন ফরম নেওয়া প্রার্থীর তালিকা—


সভাপতি: এ এফ এম মিজানুর রহমান চৌধুরী, তাবিথ আউয়াল, শাহাদাত হোসেন ও আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। 


সিনিয়র সহসভাপতি: ইমরুল হাসান, তরফদার রুহুল আমিন ও মনির হোসেন। 


সহসভাপতি: নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ এমএ করিম, ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরেফ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রশিদ সামিউল ইসলাম, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আবদুল্লাহ আল ফুয়াদ রিদওয়ান, শফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাশ রুপু, মিজবাহ আহমেদ আহমেদ বিন সামাদ চৌধুরী, ছাইদ হাছান কানন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us