বিনিয়োগে মন্দা, কমেছে আন্ত ব্যাংক লেনদেন

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ১৮:০৮

দেশের বেশির ভাগ ব্যাংকের কাছে এখন উদ্বৃত্ত তারল্য রয়েছে। যেসব ব্যাংক সমস্যায় তাদের জামানত না থাকায় কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়েছে তারা। বিশেষ ব্যবস্থাপনায় গ্যারান্টির মাধ্যমে ধার নিয়ে চলছে অনিয়ম-দুর্নীতির শিকার দুর্বল ব্যাংকগুলো। ফলে আন্ত ব্যাংক লেনদেন উল্লেখযোগ্য হারে কমে এসেছে।


সংশ্লিষ্টরা বলছেন, এখন দেশে বিনিয়োগের অবস্থা খুব খারাপ। তাই ব্যবসায়ীদের টাকার প্রয়োজন হচ্ছে কম। টাকার প্রয়োজনীয়তা কিভাবে কমেছে, দেশের আমদানি ও রপ্তানির চিত্রই বলে দেয়।


বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক ১৬ হাজার ৩৫৮ কোটি টাকা ধার নিয়েছে।


প্রতিদিন গড়ে দুই হাজার ৩৩৭ কোটি টাকা ধার প্রয়োজন হয়েছে। কিন্তু এর আগের মাসের একই সময়ে বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ২৩ হাজার ৪৪২ কোটি টাকা ধার করেছিল ব্যাংকগুলো। এমনকি যে মাসে দেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল সেই জুলাই মাসের প্রথম সপ্তাহেও ২৪ হাজার ৩০২ কোটি টাকা লেনদেন হয়েছিল আন্ত ব্যাংকের (কলমানি) মধ্যে। কিন্তু সেই চাহিদা ক্রমেই কমে এসেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us