এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত এক দিনে দেশে দুইজনের প্রাণ গেছে; এই সময়ে নতুন আক্রান্ত ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০ হাজার ৮৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২২৫ জন।