বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন জীবনের আরও একটি নতুন বছরে পা রাখলেন। আজ (১১ অক্টোবর) তার জন্মদিন। পৃথিবীর নানান প্রান্তের অনুরাগীদের কাছ থেকে পাওয়া শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিগ বি। সেই সঙ্গে তার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করেছেন কেউ কেউ। শুধু তাই নয়, এমন আনন্দের দিনে বিশেষ উপহারও পেয়েছেন শক্তিমান এ অভিনেতা।
হয়তো সবাই ভাবছেন, এ বিশেষ উপহার মেয়ে শ্বেতা কিংবা ছেলে অভিষেক বচ্চনের কাছ থেকে পেয়েছেন। না, তারা কেউ নন। অমিতাভ এ উপহার পেয়েছেন বিদেশি অনুরাগীদের কাছ থেকে।
শাহেন শাহের জন্মদিনে বিশেষ এ উপহার পাঠিয়েছেন পোল্যান্ডের রোকলো শহরের শিল্পীরা। পোল্যান্ডের সঙ্গে অমিতাভের সম্পর্কটা বেশ গভীর। দেশটির রোকলো শহরের একটি মোড়ের নাম এই বলিউড সুপারস্টারের বাবা হরিবংশ রাই বচ্চনের নামে রাখা হয়েছে। এ শহরের আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অমিতাভ। জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। এতে যন্ত্রশিল্পীরা হরিবংশ রাই বচ্চনের লেখা ‘মধুশালা’র সুর ভায়োলিনে তোলা হয়েছে। এ সুর সারা শহরে ঘুরে বাজানো হয়েছে।