রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলা শিল্প এলাকার একটি রাস্তায় সারা বছরই পানি জমে থাকে। সামান্য বৃষ্টি হলেই এলাকার রাস্তাগুলো তলিয়ে যায় কয়েক ফুট পানির নিচে। এতে বোঝার উপায় নেই কোথায় গর্ত আছে। সেই সঙ্গে খানাখন্দে চলাচলের অনুপযোগী হতে চলেছে ব্যস্ততম এই শিল্প এলাকার রাস্তাগুলো।
এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী, শত শত দোকানদার, বিভিন্ন পরিবহনের চালক ও পথচারীরা। পয়োনিষ্কাশনের অব্যবস্থাপনা, নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার না করা ও খোলা ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় পানি চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
১৯৫২ সালে বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপিত হয় (তৎকালীন ডিআইটি) বর্তমান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই গুরুত্বপূর্ণ পোস্তগোলা শিল্প এলাকা। এখানে রয়েছে ৫ ও ১০ কাঠার ১৫৭টি প্লট। তখন এই এলাকা ছিল অনেকটা গ্রামের মতো। জনসংখ্যা ও বাড়িঘর ছিল খুবই সামান্য। বর্তমানে এখানে রয়েছে অসংখ্য ছোট-বড় শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও একটি কাঁচা বাজার। রয়েছে ছোট-বড় কয়েকটি রাস্তা।