এই বাংলায় দুর্গাপূজা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ২১:০৯

চারশ বছর আগে কেমন হতো এই বাংলার দুর্গাপূজা? ইতিহাসের পাতা আর গবেষকদের কথা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য সেই ছবিটিই তুলে আনতে চেয়েছেন রিদওয়ান আক্রাম।


১৬১০ সাল। ঢাকায় এসে নামলেন মোগল বাংলার সুবাদার ইসলাম খান। বুড়িগঙ্গার তীরে নেমে দেখতে পেলেন দুর্গাপূজা হচ্ছে। ঢাকিরা ঢাক বাজাচ্ছে। এই ঢাক বাজানোর শব্দ শুনে সুবাদারের মাথায় এক বুদ্ধি এল। ঢাকের শব্দ দিয়েই না হয় সুবাবাংলার নতুন রাজধানী ‘ঢাকা’র আয়তন ঠিক করা যাক। যেই ভাবা সেই কাজ। শহরের তিন দিকে ঢাকিদের ঢাক বাজাতে বাজাতে যেতে বললেন। ঢাকের আওয়াজ যতদূর শোনা যাবে ঠিক তত দূরত্ব পর্যন্তই হবে ঢাকা শহরের পরিধি।


ঘটনা কতটুকু সত্য এ ব্যাপারে ইতিহাস জোর গলায় কিছু বলে না। তবে এটা ঠিক, একসময় দুর্গাপূজা ঢাকায় হত। সারা বাংলাতেই হত। তবে ঠিক কবে থেকে দুর্গাপূজার সূচনা হয়েছিল এ নিয়ে আছে বিভিন্ন জনের বিভিন্ন মত। তবে এটা ঠিক দুর্গাপূজার প্রাচীনত্ব নিয়ে কোনো দ্বিধা নেই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us