মূলত ব্যাটিংয়েই নিজেদের সর্বনাশ করে ফেলেছিলো বাংলাদেশ। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল্প পুঁজি নিয়ে লড়াই করার বাস্তবতা ছিলো না, লড়াই হয়ওনি। হেইলি ম্যাথিউজ, স্টেফানি টেইলর, দেয়ান্দ্রা ডটিনদের ব্যাটে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ১০৩ রান ৭.১ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে ক্যারিবিয়ানরা। এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা প্রায় নিভে গেল বাংলাদেশ দলের।
১০৪ রানের মামুলি লক্ষ্যে নেমে দারুণ শুরু আনেন হেইলি ও স্টেফানি। পাওয়ার প্লেতেই তুলেন ঝড়। ২২ বলে ৩৪ করে মারুফা আক্তারের বলে যখন বোল্ড হয়ে ফিরছেন হেইলি স্কোরবোর্ডে এসে গেছে ৫২ রান। অর্থাৎ অর্ধেক কাজ সারা।