শিরোনাম দেখে সবারই অবাক হওয়ার কথা, দেশে এত বড় বড় কর্মকর্তা-কর্মচারী থাকতে একজন সামান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কীভাবে পারবেন একটি জাতিকে বদলাতে, কীভাবে পারেন ভবিষ্যৎ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে!
শিক্ষা খাত এমন একটি খাত, যা সরাসরি অন্য যে কোনো খাতকে স্পর্শ করে। ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানব শরীরের এত সব গুরুত্বপূর্ণ অঙ্গ থাকা সত্ত্বেও শিক্ষাকে মেরুদণ্ডের সঙ্গে তুলনা করার বিশেষ কারণ রয়েছে। ছোট ছোট কশেরিকা যুক্ত হয়ে গঠিত মেরুদণ্ড যেমন আমাদের পুরো শরীরের নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করে, ঠিক তেমনি শিক্ষা এমন একটি উপাদান, যা একটি রাষ্ট্রের প্রতিটি সেক্টরের প্রত্যেক মানুষের তথা পুরো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। আর সেই গুরুদায়িত্ব পালন করেন একজন শিক্ষক। একজন শিক্ষকের হাত ধরেই একটি রাষ্ট্রের সব সেক্টরের মানুষ, যেমন-সাধারণ নাগরিক থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যবসায়ী রাজনীতিক বেরিয়ে আসে।