সেই পাকিস্তানই ইংল্যান্ডের বিপক্ষে গড়লো রানের পাহাড়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৬

বাংলাদেশের কাছে মাত্রই কিছুদিন আগে ২ টেস্টে সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিলো পাকিস্তান। প্রথম টেস্টের প্রথম ইনিংসছাড়া পাকিস্তানি ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। সেই পাকিস্তান ঘরের মাঠেই (মুলতানে) ইংল্যান্ডের বিপক্ষে রীতিমত রান পাহাড় গড়ে ফেলেছে।


অলআউট হওয়ার আগ পর্যন্ত তারা গড়েছে ৫৫৬ রানের বেশ বড়সড় ইনিংস। যেখানে অবদান রয়েছে তিনটি অনবদ্য সেঞ্চুরির। প্রথমদিন সেঞ্চুরি করেছিলেন আবদুল্লাহ শফিক এবং শান মাসুদ। আজ দ্বিতীয় দিন সেঞ্চুরি করেছেন সালমান আগা। ১০৪ রানে অপরাজিত ছিলেন তিনি।


প্রথমদিনই বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিলো পাকিস্তান। ওপেনার আবদুল্লাহ শফিকের ১০২ এবং অধিনায়ক শান মাসুদের ১৫১ রানে ভর করে দ্বিতীয় উইকেটে অনবদ্য ২৫৩ রানের জুটি গড়ে তুলেছিলেন। দিন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ৩২৮ রান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us