২০২৪ সালে জানুয়ারি-জুনের পর বছরের দ্বিতীয়ার্ধেও অব্যাহত রয়েছে প্রযুক্তি শিল্পে জনবল ছাঁটাই। সিসকো ও মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো তাদের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে জুলাই থেকে এরই মধ্যে বিভিন্ন পদে প্রায় এক লাখ কর্মীকে চাকরিচ্যুত করেছে। এদিকে সেপ্টেম্বরে প্রযুক্তি কোম্পানিগুলোয় কর্মী ছাঁটাই আগস্টের চেয়ে অনেকটা কমেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
ছাঁটাইসংক্রান্ত ট্র্যাকিং ওয়েবসাইট লেঅফসডটএফওয়াইআইয়ের তথ্যানুযায়ী, গত আগস্টে ৪৪টি কোম্পানি ২৭ হাজার ৬৫ কর্মী ছাঁটাই করেছে, যা ২০২৪ সালের জানুয়ারির পর সবচেয়ে বেশি। অন্যদিকে সেপ্টেম্বরে ৩ হাজার ৭৬৫ কর্মী ছাঁটাই করেছে ৩০টি কোম্পানি। আগস্টে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ, ওই মাসে প্রধান কিছু কোম্পানি, যেমন ইন্টেল ও সিসকো যথাক্রমে ১৫ হাজার এবং ৫ হাজার ৯০০ জনবল ছাঁটাই করে। লেঅফসডটএফওয়াইআই আরো বলছে, এ বছর এখন পর্যন্ত ৫১১টি কোম্পানি থেকে চাকরি হারিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ২০৬ কর্মী।