উন্নয়ন মানে হচ্ছে উন্নতি। খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। রুগ্ণ অবস্থা থেকে সুস্থ অবস্থায় যাওয়া। নিচু পদ থেকে উঁচু পদে যাওয়া।
উন্নয়ন মানে শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন, চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, বাকস্বাধীনতা নিশ্চিতকরণ, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, বিচারব্যবস্থার উন্নয়ন, নদ-নদী-খাল-বিল দূষণমুক্তকরণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, গণপরিবহণব্যবস্থার উন্নয়ন, প্রজাতন্ত্রের সব সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণ, জনগণের জন্য নিরাপদ পানি সরবরাহব্যবস্থা নিশ্চিতকরণ, জনসাধারণের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতির নিশ্চয়তা বিধান, জনসাধারণের জন্য নিরাপদ-মানসম্মত খাবারপ্রাপ্তির নিশ্চয়তা বিধান, রাষ্ট্রের সবস্তরে সুশাসন নিশ্চিতকরণ, অবাধ ভোটাধিকার নিশ্চিতকরণ, কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ, সবস্তরের কর্মজীবী মানুষের আয়ের ব্যবধান কমিয়ে আনা-অর্থাৎ মানবজীবনের সঙ্গে সংশ্লিষ্ট সব ফ্যাক্টরের সামগ্রিক উন্নয়নের ওপর নির্ভর করবে দেশের উন্নয়ন।