বিধিমালা নেই, পুরোনো আইনেই সনদ পাবে সিনেমা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১৯:২৩

প্রায় সাত দশক ধরে চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব পালন করছিল সেন্সর বোর্ড। সম্প্রতি সেই সংস্থার নাম বদলে করা হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’। তবে আগের আইনেই চলছে সবকিছু। নতুন আইন এখনও প্রয়োগ করতে পারছে না গঠিত নতুন বোর্ড। একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বিধিমালা না থাকায় নতুন আইনকে কাজে লাগানো যাচ্ছে না। তবে সিনেমা মুক্তিতে গতি ফেরাতে কাজ শুরু করেছেন তারা। শিগগিরই অংশীজনদের সঙ্গে কথা বলে সার্টিফিকেশন বোর্ড বিধিমালা প্রণয়ন করার কথাও জানিয়েছেন কয়েকজন বোর্ড সদস্য।


সনদ বা সার্টিফিকেট দেওয়ার জন্য সিনেমা দেখতে শুরু করেছে নতুন বোর্ড। এরই মধ্যে দেখা হয়েছে ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ নামে দুটি সিনেমা। আজ (২ অক্টোবর) বুধবার দেখার কথা রয়েছে ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’ ছবি দুটি। কিন্তু ছবিগুলোকে কীসের ভিত্তিতে সনদ দেবে বোর্ড? জানতে চাইরে সদ্যগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য নির্মাতা খিজির হায়াত খান জাগো নিউজকে জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে করা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ মেনেই ছবিগুলো দেখছেন তারা। তারই আলোকে দেবেন সনদ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us