শিল্পধ্বংস: পোশাককর্মীদের আন্দোলনের নেপথ্যে কারা?

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১০:৪০

গণঅভ্যুত্থানসহ ৫ আগস্টের আগে-পরের খুনিরা ধরা পড়ছে না। সেনাদের কঠোর পাহারার মধ্যেও তাদের কেউ কেউ পালিয়েছে। ছা-পোনাসহ চম্পট দিচ্ছে কানাডা, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ নানান দেশে। এই ফাঁকে চক্র বিশেষ মিলকারখানায় ভাচুর-লুটপাটসহ আগুনখেলার কাজটি সারিয়ে দিচ্ছে আচ্ছা মতো। আফ্রিকায় বর্বর-জংলী-জানোয়ার সিধা করে শান্তি ফেরাতে বিশ্বসুনামের অধিকারী সেনাবাহিনীর মহড়ার মাঝেও চক্রটি তাদের হিম্মত দেখিয়ে দিচ্ছে। ঢাকা লাগোয়া সাভার-আশুলিয়া-গাজীপুরে এ আগুন খেলার এক খোলা ময়দান। রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি বিভিন্ন খাতের সাধারণ কারখানাও হামলা-লুটপাট থেকে বাদ যাচ্ছে না।


চারদিকে যখন সংস্কার-সংস্কার আওয়াজ, তখন নানান ছুঁতায় রাস্তায় নেমে শ্রমিক বিক্ষোভ। আর শিল্পধ্বংসের খবর। পরিস্থিতি কারা উত্তপ্ত করছে, তা মালিক-বিনিয়োগকারীরা জানেন-বোঝেন। সরকারেরও না বোঝার মতো নয়। দেশের রপ্তানি আয়ের বেশির ভাগই আসে পোশাক রপ্তানি থেকে। গত কিছুদিন থেকে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কম থাকলেও ডলার সংকটের সময় এ খাতই বৈদেশিক মুদ্রা মজুদে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যেভাবে নির্বিচারে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, লুটপাট শুরু হয়, তার রেশ এখনো রয়ে গেছে। কোথাও কোথাও এর ব্যাপকতা আরো বাড়বাড়ন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us