বাংলাদেশের বিষফোঁড়া রোহিঙ্গা সমস্যা সমাধানের কোনো আলামত দেখা যাচ্ছে না আজও। প্রতিবেশি দেশ মিয়ানমারের জাতিগত দ্বন্দ্ব-সংঘাতের জের টানতে হচ্ছে বাংলাদেশকে। মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশে ফেরৎ যাওয়া উচিত, এটুকু মিয়ানমার স্বীকার করলেও তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনো উদ্যোগই তারা নিচ্ছে না। বরং কয়েকবার প্রতিশ্রুতি দিয়েও তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি।
এদিকে দেশটিতে সংঘাতময় পরিস্থিতির অবনতি চলছেই। সম্প্রতি ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছে। এরইমধ্যে আরও অন্তত ১০ হাজার রোহিঙ্গা মিয়ানমার সীমান্তে খোলা আকাশের নিচে দিনযাপন করছে। তারা বাস্তুচ্যুত হয়েছে জান্তা বাহিনীর অত্যাচারে। বাস্তুচ্যুত এই ১০ হাজার রোহিঙ্গাকেও যেন বাংলাদেশে আশ্রয় দেওয়া হয় অনুরোধ জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। কারণটা মানবিক। সত্যি মিয়ানমারের জাতিগত দ্বন্দ্বের শিকার সংখ্যালঘু এই রোহিঙ্গা জনগোষ্ঠী। মানবিক বিপর্যয়ের সম্মুখীন সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠী।