সাইবার হামলা চালিয়ে দূর থেকে চালু করা যেত কিয়া গাড়ি

প্রথম আলো প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৩

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান কিয়া করপোরেশনের তৈরি বিভিন্ন মডেলের গাড়ি সাইবার হামলা চালিয়ে দূর থেকে নিয়ন্ত্রণ করা যেত বলে জানিয়েছেন একদল নিরাপত্তা গবেষক। তাঁদের দাবি, কিয়া গাড়ির বিভিন্ন সফটওয়্যারে একাধিক নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন তাঁরা। কিয়া ব্র্যান্ডের অনলাইন পোর্টাল ‘কিয়া কানেক্ট’ থেকে তথ্য সংগ্রহের পর নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে কিয়া গাড়ির দরজা খোলা বা বন্ধ করার পাশাপাশি গাড়ি চালু করা যেত। এমনকি গাড়িতে হর্ন বাজানোর পাশাপাশি মালিকের নাম, মুঠোফোন নম্বরসহ গাড়ির অবস্থানও জানার সুযোগ মিলত। বিষয়টি কিয়া করপোরেশনকে জানানোর পর তারা দ্রুত নিরাপত্তাত্রুটিগুলোর সমাধান করেছে। ফলে নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে কিয়া গাড়িতে সাইবার হামলা চালানোর কোনো ঘটনা ঘটেনি।


গবেষকদের দাবি, কিয়া গাড়িতে ব্যবহৃত সফটওয়্যারের নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ‘কিয়া কানেক্ট’ পোর্টালে নিবন্ধন করা যেকোনো নম্বর প্লেটের তথ্য ব্যবহার করে দূর থেকে নির্দিষ্ট গাড়ি নিয়ন্ত্রণ করতে পারতেন। ত্রুটিগুলো কাজে লাগিয়ে দূর থেকে সাইবার অপরাধীরা গাড়ির নিয়ন্ত্রণ করলেও তা জানতে পারতেন না চালকেরা। ফলে লাখ লাখ কিয়া গাড়ি দুর্ঘটনার আশঙ্কায় ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us