২০২২ সালে প্রবল বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং তাঁর ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে যাওয়ার পর অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে বাম নেতা অনুড়া কুমারা দিশানায়েকে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জনতা ভিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের তরুণ নেতা দিশানায়েকে ২৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট হিসেবে শ্রীলঙ্কার দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি ন্যাশনাল পিপলস পাওয়ার নামের বাম জোটের প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক দলটি শ্রীলঙ্কার রাজনীতির দুর্বল ও প্রান্তিক অবস্থানে ছিল, সেই দলের প্রার্থী হয়ে দিশানায়েকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া দেশ ও বহির্বিশ্বে অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। শ্রীলঙ্কার রাজনীতির সব হিসাব-নিকাশ ভুল প্রমাণ করে দিশানায়েকে শ্রীলঙ্কার বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা ও সদ্যবিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে পেছনে ফেলে নির্বাচনে জয়লাভ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।