সব পেশায়ই ভালো কাজ করতে হলে কাজটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। কাজটা নিয়েই ধ্যানজ্ঞান রাখতে হবে। একজন ক্রিকেটার যখন ক্রিকেট খেলে, টেস্ট বা ওয়ানডে খেলে, তারও একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। সে কীভাবে প্রস্তুতি নেবে, কীভাবে সতেজ থাকবে, পরদিন কীভাবে ভালো খেলবে—এসব নিয়ে ভাবতে হয়। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সাকিবের মাথায় যতগুলো চিন্তা কাজ করছে, এটা আসলে ভালো পারফর্ম করার মতো অবস্থায় তাঁকে রাখেনি।
বাইরে থেকে অনেক কিছুই বলা যায়। আর সাকিব তো আগেও বাইরের চাপ নিয়ে খেলে ভালো করেছে। কিন্তু তখন হয়তো একটা বাড়তি চাপ নিয়েই মাঠে নেমেছে। সেটা সে সামলেও নিয়েছে। কিন্তু এখন তার চারপাশে অনেক সমস্যা, অনেক চাপ। এখানে রাষ্ট্রও সম্পৃক্ত। এ রকম পরিস্থিতিতে ভালো খেলাটা কঠিন হয়ে যাবে স্বাভাবিক। সত্যি বলতে, সে যে এত দিন মাঠে ছিল, সেটা দেখেই আমি আশ্চর্য হয়েছি। কীভাবে সে খেলছে এই পরিস্থিতে! আমরা হলে তো মাঠেই নামতে পারতাম না।