গাজার পর এবার লেবাননে স্বরূপ উন্মোচন করল ইসরাইল। বর্বর আর নৃশংস হামলায় একের পর এক প্রাণনাশের নজির গড়ছে ‘মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া’ খ্যাত এই দেশ। অল্প কয়েকদিনের ব্যবধানে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে বৈরুতে।
জাতিসংঘ মহাসচিব বারংবার বলছেন, যেন লেবানন আরেকটি ‘গাজা’ হয়ে না ওঠে। তবে তার কথাই যেন সত্যি হলো। গাজায় এ পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ হত্যা করেছে ইসরাইল। লেবাননেও একই কায়দায় নিরীহ মানুষ হত্যা করা করছে দেশটি।
কত মানুষ মরবে?
গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর ওয়াকি-টকি ও পেজার বিস্ফোরণের মাধ্যমে লেবাননে ‘সুকৌশলে’ মানুষ হত্যা করেছে ইসরাইল। এরপরই কৌশল বাদ দিয়ে সরাসরি মাঠে নেমেছে মানুষখেকো এ হায়েনার দল। গত ২০ অক্টোরব থেকে দেশটিতে পুরোদমে হামলা শুরু করে ইসরাইল। মাত্র এক সপ্তাহের কম ব্যবধানে ৬২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায়।