যে কারো সঙ্গে যোগাযোগ করতে সবার ভরসা স্মার্টফোন। এছাড়া আরও নানান কাজে সারাক্ষণ ব্যবহার করছেন ফোনটিকে। তবে স্মার্টফোন ব্যবহারে নানান বিড়ম্বনার মধ্যে একটি হচ্ছে স্প্যাম কল।
ধরুন, ব্যস্ততার সময় ফোন থেকে একটু দূরেই আছেন। দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না। আবার স্প্যাম কলে অনেকে প্রতারিত হয়ে সর্বস্বান্ত হয়েছেন।