গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে নতুন এক ম্যালওয়ারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। এই ম্যালওয়ারের কারণে যন্ত্রের পুরো ব্যবস্থাকে লক করে রাখা হয় এবং অন্য কোনো অ্যাপ ব্যবহার করা যায় না। অন্য অ্যাপ ব্যবহার করতে চাইলে একটি পেজ দেখা যায়, যেখানে গুগল অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড দিতে হয়। এভাবে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট চুরি করছেন হ্যাকাররা।
নতুন এই ম্যালওয়ারের খোঁজ পেয়েছে সাইবার নিরাপত্তা গবেষণাপ্রতিষ্ঠান ওএ ল্যাবস। প্রতিষ্ঠানটি বলছে, স্টিলসি নামের ম্যালওয়ার দিয়ে ‘অটোআইটি ক্রেডেনশিয়ল ফ্লাশার’ নামে কৌশল ব্যবহার করে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট চুরি করছেন হ্যাকাররা। এ কৌশলের কারণে অন্য অ্যাপ ব্যবহার করতে ব্যবহারকারীকে গুগলের পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বাধ্য করা হচ্ছে। ২২ আগস্ট থেকে এই কৌশলে তথ্য সংগ্রহ করছে হ্যাকাররা। ফলে ম্যালওয়ারটি দিয়ে সাইবার অপরাধীদের তথ্য সংগ্রহের এই তৎপরতা একেবারে নতুন বলা যায়।