গত অক্টোবর মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯৬ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮৩৭ জন। গতকাল রবিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক দুর্ঘটনাসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে ৭৪ জন নারী ও ৬৬ জন শিশু রয়েছে। ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯৬ জন, যা মোট নিহতের ৪১.৭৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৬.৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৭৪ শতাংশ।
যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৬৭ জন, যা মোট নিহতের ১৪.২৮ শতাংশ। এ ছাড়া গত মাসে চারটি নৌ দুর্ঘটনায় সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছে। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।