শুক্র ও শনিবার টানা বৃষ্টিতে নোয়াখালী জেলার আট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হলেও গতকাল জেলায় বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে বেশি পানি রয়েছে সেনবাগ, বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায়।
এদিকে নতুন করে বাড়িঘরে পানি ওঠায় মানুষজন আবারও আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। তবে আশ্রয়কেন্দ্রে ত্রাণ ও খাবার সরবরাহ না থাকায় পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছে অনেকে।
নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেন বলেন, গত ১৬ দিন আশ্রয়কেন্দ্রে ছিলাম। ঘর থেকে পানি নেমে যাওয়ায় বাড়িতে উঠি। কিন্তু শুক্র ও শনিবার টানা বৃষ্টির কারণে বসতঘরে হাঁটু পরিমান পানি উঠে। বাধ্য হয়ে শনিবার স্ত্রী সন্তান ও মা বাবাকে নিয়ে স্থানীয় দেবীপুর দারুল আরকান মডেল মাদরাসা আশ্রয়কেন্দ্রে এসেছি। কিন্তু আশ্রয়কেন্দ্রে কোনো খাবার বা ত্রাণ নেই। অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছি আমরা।