সেন্সর ছাড়পত্র পাওয়ার ২১ মাস পর এল ছবিমুক্তির ঘোষণা। আরও বড় ঘটনা হচ্ছে ২০১৯ সালে যে ছবির শুটিং হয়েছে, সেটি মুক্তি পাচ্ছে ২০২৪ সালের শেষে! কেন? সে প্রশ্ন রাখতেই নির্মাতা জানান, ছবিতে মিডিয়ার প্রতারণার গল্প বলতে গিয়ে নিজেই প্রতারিত হয়েছেন তিনি।
ভিন্নধর্মী এক শিশুতোষ ছবির মাধ্যমে ছবি পরিচালনায় আসেন আহসান সারোয়ার। তার দ্বিতীয় ছবিটি ছিল মিডিয়ার প্রতারণার গল্প নিয়ে ‘রংঢং’। পদে পদে বাঁধার সম্মুখীন হতে হয়েছে তাকে। অহেতুক কারণে আটকে থাকার ৫ বছর পর সেন্সর বোর্ডের আপিল বিভাগের হস্তক্ষেপে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ছাড়পত্র পেয়েছে তার ছবি। তারপর ভালো সময়ের আশায় এবার রংঢং মুক্তির ঘোষণা দিলেন তিনি।