১৯৯১ সালের ১৯ মে। তখনকার পটভূমিতে রীতিমতো বোমা ফাটানোর মতোই ঘটনা ছিল সেটি। দেশের প্রধান সংবাদপত্রগুলোয় একযোগে বিজ্ঞাপন আকারে একটি তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। আর সেটি ছিল ঋণখেলাপিদের তালিকা। বাংলাদেশের ইতিহাসে সেটাই ছিল প্রথম ঋণখেলাপিদের তালিকা প্রকাশ। এর মধ্য দিয়ে দেশের মানুষ প্রথম জানতে পেরেছিল, কারা কারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেননি।
এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয় বিএনপি। ১৯ মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হলে অর্থমন্ত্রী হয়েছিলেন এম সাইফুর রহমান। আর এর ঠিক দুই মাসের মাথায় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ঋণখেলাপির তালিকা প্রকাশ করা ছিল দেশের আর্থিক খাতের ইতিহাসে একটি বড় ঘটনা।