ব্রুককে সরিয়ে আবার শীর্ষে রুট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০৪

নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থতার মাশুল গুনতে হলো হ্যারি ব্রুককে। এই সংস্করণে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। সপ্তাহ ঘুরতেই তাকে সরিয়ে সিংহাসন পুনরুদ্ধার করলেন ইংলিশ তারকা জো রুট।


পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ব্রুকের (৮৭৬) চেয়ে ১৯ রেটিং পয়েন্টে এগিয়ে গেছেন রুট (৮৯৫)।


ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে রুটের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে গত সপ্তাহে চূড়ায় উঠেছিলেন ব্রুক। কিন্তু সেডন পার্কে একেবারেই নিষ্প্রভ ছিলেন তিনি। প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া ডানহাতি ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে করতে পারেন কেবল ১ রান।


কিউইদের বিপক্ষে ৪২৩ রানের বিশাল পরাজয়ের ম্যাচে প্রথম ইনিংসে ৩২ রান করেন রুট। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫৪ রান। তাতে এক সপ্তাহ পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি।


ওই ম্যাচের দুই ইনিংসে ৪৪ ও ১৫৬ রান করেন কেন উইলিয়ামসন। তাতে রেটিং পয়েন্ট বেড়েছে তিনে থাকা নিউ জিল্যান্ডের তারকা ব্যাটসম্যানের (৮৬৭)। রুটের সঙ্গে তার পয়েন্টের পার্থক্য কেবল ২৮।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us