সরকারের সাম্প্রতিক এক সিদ্ধান্ত অনুযায়ী, অতিরিক্ত সচিব হিসেবে অন্তত এক বছরের অভিজ্ঞতা না থাকলে সচিব পদে পদোন্নতি পাবেন না সরকারি কর্মকর্তারা।
গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর গণহারে প্রায় ৪৫০ কর্মকর্তাকে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ববর্তী সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তাদের অনেকে ২২ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছেন। ফলে, সম্প্রতি অতিরিক্ত সচিব হওয়া অনেকেই অবিলম্বে সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার যোগ্য।
তবে অতিরিক্ত সচিব হিসেবে অন্তত এক বছর কাজ করার আগে তাদের পদোন্নতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বর্তমান নিয়ম অনুযায়ী সচিব হিসেবে পদোন্নতি পেতে হলে অন্তত দুই বছর অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করতে হয়।
কর্মকর্তারা বলছেন, 'বৈষম্যের শিকার' বেসামরিক কর্মচারীদের কাছ থেকে পদোন্নতির জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।