মেলেনি দুই হাজার আগ্নেয়াস্ত্র, সোয়া তিন লাখ গুলি

সমকাল প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও বিভিন্ন বিশেষায়িত সংস্থার লুট হওয়া অস্ত্র উদ্ধার, চিহ্নিত অপরাধী ও মাদক কারবারি গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে সেনা, বিজিবি, র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যরা রয়েছেন। 


এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে অভিযানকেন্দ্রিক সমন্বয় সভা হয়। এ ছাড়া পৃথকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। সেখানে অভিযানকেন্দ্রিক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া অস্ত্র উদ্ধারে মহানগর ও জেলায় আলাদা টিম গঠন করা হয়েছে। 



পুলিশ সদরদপ্তর জানিয়েছে, থানা ও ফাঁড়ি থেকে সব মিলিয়ে পুলিশের ৫ হাজার ৮২৯টি অস্ত্র এবং ৬ লাখ ৬ হাজার ৭৪২ রাউন্ড গুলি লুট হয়েছে। এছাড়া ৩১ হাজার ৪৪ রাউন্ড টিয়ার গ্যাসের শেল, ৪ হাজার ৬৯২ রাউন্ড সাউন্ড গ্রেনেড লুণ্ঠিত হয়েছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে ৭.৬২ বোরের রাইফেল রয়েছে ১ হাজার ১৪৭টি। ৭.৬২ বোরের পিস্তল ১ হাজার ৫৫৬টি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us