ব্যাংক খাতের বহুল আলোচিত ব্যক্তি এস আলম থেকে মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও (এফএসআইবি)। ব্যাংকটি এস আলমের মালিকানাধীন হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। এখন শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন পর্ষদে রাখা হয়নি এস আলম বা তাঁর আগের কোনো শেয়ারহোল্ডার পরিচালককে। পুরোনো পর্ষদ ভেঙে সেখানে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। পর্ষদে নতুন চেয়ারম্যান করা হয়েছে স্বতন্ত্র পরিচালক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানকে। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম, এসিএমএ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. রাগিব আহসান।