সাগরতলে খোঁজ মিলল ৩০০০ মিটারের বেশি উচ্চতার পর্বতের

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৭

বিশ্বের সবচেয়ে উঁচু দালান বুর্জ খলিফার নাম নিশ্চয় শুনেছেন? ভাবুন তো এমন চারটি বুর্জ খলিফা একটার ওপর বসালে কী অবস্থা হবে? প্রায় এমন উচ্চতার একটি পর্বতের খোঁজ মিলেছে সাগরতলে। এটি আবিষ্কার করেছেন ক্যালিফোর্নিয়ার শ্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।


চিলির উপকূল থেকে ৯০০ মাইল (১ হাজর ৪৪৮ কিলোমিটার) দূরে প্রশান্ত মহাসাগরে খোঁজ মিলেছে পর্বতটির। ডুবো পর্বতটির উচ্চতা ১ দশমিক ৯ মাইল বা তিন হাজার ১০৯ মিটার। এটি সাগরতলের একটি পর্বতশ্রেণির অংশ। এ পর্বতমালা স্পঞ্জের বাগান, প্রাচীন প্রবালসহ নানা ধরনের সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাস। 


এসব তথ্য পাওয়া যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।



২৮ দিনের অভিযানের সময় আর/ভি ফেলকর নামের একটি গবেষণা জাহাজ ব্যবহার করা হয়। গবেষকেরা জাহাজের নিচে সোনার সিস্টেম ব্যবহার করে পর্বতটির প্রাথমিক মানচিত্র তৈরি করে।


‘শব্দ তরঙ্গ নিচে পাঠানো হয় এবং এটি ফিরে আসে। আর কতটা সময় লাগল সেটা হিসেব করে আমরা পর্বতের উচ্চতা বের করেছি। এর মাধ্যমে সাগর তলদেশের ভূ-প্রকৃতি সম্পর্কে একটি ভালো ধারণা পেরেছি।’ বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক জ্যোতিকা বিরমানি।


তিনি বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে সমুদ্রতলের কেবল ২৬ শতাংশ জায়গায় এত চমৎকার ম্যাপিং হয়েছে। সমুদ্রতল আমাদের গ্রহের পৃষ্ঠের ৭১ শতাংশ জুড়ে রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us