পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জনই এক পরিবারের সদস্য। স্থানীয় সময় গতকাল শুক্রবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলার পাত্রাকের প্রত্যন্ত অঞ্চলে বাড়ি ধসের ওই ঘটনা ঘটে। এ সময় ওই বাড়িতে তিন নারী ও এক শিশুসহ পরিবারের ১২ জন ঘুমিয়ে ছিল।
এদিকে চলতি বছর বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা। পাকিস্তানের রেসকিউ সার্ভিস ১১২২-এর মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভূমিধসে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর ভেতরে থাকা ১২ জনের সবাই মারা গেছে।