দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০ হাজার টন মসুর ডাল কেনার জন্য প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, বৈঠকে চারটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।