কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নতির ফলে আজকাল এমন সব ছবি তৈরি হচ্ছে, যা দেখতে বাস্তবের ছবির মতোই মনে হয়। এই ছবিগুলো এতটাই নিখুঁত এবং সূক্ষ্ম যে, একজন অভিজ্ঞ শিল্পী বা ফটোগ্রাফারও প্রথমে বিভ্রান্ত হতে পারেন।
ফটোগ্রাফির জগতে এআইয়ের অভাবনীয় উন্নতি যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, তেমনি সত্যিকার ছবি ও কৃত্রিম ছবির মধ্যে পার্থক্য করতে পারার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এআইয়ের তৈরি ছবি কীভাবে চিনবেন, তার কিছু কৌশল জেনে নেওয়া যাক।