গৌতাম গাম্ভির চলে যাওয়ার পর থেকে একজন ‘মেন্টর’ খুঁজছিল লাক্ষ্নৌ সুপার সুপার জায়ান্টস। এক মৌসুম পর অবশেষে উপযুক্ত একজনকে খুঁজে পেয়েছে আইপিএলের দলটি। গাম্ভিরের শূন্য করে যাওয়া দায়িত্বটি নিচ্ছেন জাহির খান।
ভারতের এই বাঁহাতি পেস গ্রেটকে শুধু একটি দায়িত্বেই সীমাবদ্ধ রাখবে না লাক্ষ্নৌ। বছরজুড়ে ক্রিকেটার স্কাউটিং ও ক্রিকেটারদের ডেভেলপমেন্ট প্রোগ্রামেও সম্পৃক্ত থাকবেন ভারতের হয়ে তিনশর বেশি ম্যাচ খেলা সাবেক পেসার।
গাম্ভির ‘মেন্টর’ থাকার সময় ২০২২ আসরে আইপিএলে নিজেদের আবির্ভাবেই প্লে অফ খেলে লাক্ষ্নৌ। সেই ধারাবাহিতা তারা ধরে রাখে পরের মৌসুমেও। কিন্তু গত আইপিএলে গাম্ভির যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। তার কোচিংয়ে শিরোপা জয় করে কলকাতা। পরে তিনি ভারতীয় দলের দায়িত্ব নেন। লাক্ষ্নৌ বদলি হিসেবে কাউকে নেয়নি। গত মৌসুমে তারা প্লে অফ খেলতে পারেনি।