জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর আদায়ের হিসাবে যে গরমিল হয় তা ঠিক করা হবে। বিদায়ী ২০২৩–২৪ অর্থবছরে এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এ ক্ষেত্রে প্রায় ২৩ হাজার কোটি টাকার গরমিল হয়েছে। প্রতিবছরই এমন হয়ে থাকে। এনবিআরের আদায়ের পরিমাণ বেশি থাকে, অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের হিসাবে তা কম দেখা যায়। দীর্ঘদিন ধরেই এ প্রবণতা চলছে।
নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই গরমিল ঠিক করার উদ্যোগ নিয়েছে। এ নিয়ে ২৯ আগস্ট বৈঠক হবে। এতে এনবিআর, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সবাই নিজেদের ব্যাখ্যা দেবেন। এভাবে সব পক্ষের সম্মতি নিয়ে রাজস্ব আদায়ের হিসাব সমন্বয় করা হবে।