অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সামগ্রিক পরিস্থিতি ও ক্রিকেটারদের মনের পরিবেশ বিবেচনায় পাকিস্তানের মাটিতে জয়ের স্বপ্ন দেখা একটু হলেও কঠিন ছিল বৈকি। আবার পরিসংখ্যানও ছিল না পক্ষে। কিন্তু ক্রিকেট যে এমনই! যার রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রোমাঞ্চ। পাঁচ দিনের ম্যাচ জিততে শুধুই স্কিল নয়, প্রয়োজন অসীম ধৈর্য আর দক্ষতা। সেই নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ অবিস্মরণীয় ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তানে।
এমন রেকর্ড গড়া জয়ে শেষ হয়েছে ২৩ বছরের অপেক্ষা। ঘুচেছে ২১ বছরের আক্ষেপ। ভুলিয়েছে ২০০৩ সালের মুলতান টেস্টে পূর্বসূরি খালেদ মাহমুদ সুজনের অশ্রুসিক্ত সেই ব্যথাতুর স্মৃতি। রাওয়ালপিন্ডি টেস্টে রানবন্যা দেখে অনেকে ড্রয়ের কথা ভেবেছিলেন। তবে দুর্দান্ত স্পিন বিষে পাকিস্তানকে নীল করা জয়ের পর সবাই প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশকে।