স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ১০:৪৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গা থেকে দখলের যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই। হাটবাজার, জলমহাল, রাজনৈতিক নেতা–কর্মী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের জমি থেকে শুরু করে পরিবহন সমিতিগুলো দখলে নেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের নাম আসছে।


এরই ধারাবাহিকতায় চাঁদপুরের মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. শাহজালাল প্রধানের বিরুদ্ধে রেড ক্রিসেন্টের সাত শতক জায়গা দখল করে সেখানে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। জায়গাটি দখলের সময় বাধা দিলে শাহজালাল ও তাঁর লোকেরা রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় পরিচালনা কমিটির সভাপতি মো. সলিম উল্লাহ বারী চৌধুরীকে নানাভাবে ভয়ভীতি দেখান ও হুমকি দেন।



প্রথম আলোর খবর জানাচ্ছে, ওই সাত শতক জায়গা সলিম উল্লাহর পৈতৃক সম্পত্তি ছিল। অনেক আগে তাঁর বাবা রেড ক্রিসেন্ট সোসাইটির নামে ওই জায়গা লিখে দেন। সলিম উল্লাহ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট লোকজন নিয়ে তিনি ওই জায়গা দখল করেন। এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পর্ষদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম হুমায়ূন কবির ১৪ আগস্ট উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।


স্বেচ্ছাসেবক দলের নেতা রেড ক্রিসেন্টের জমি দখলের অভিযোগ অস্বীকার করে দাবি করছেন, ১৫ বছর আগে তিনি জমিটি ইজারা নিয়েছিলেন। অথচ তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাঁর কার্যালয়ের একজন সার্ভেয়ার নিয়ে ঘটনাস্থলে গিয়ে এবং কাগজপত্র ঘেঁটে দেখতে পেয়েছেন, জায়গাটি রেড ক্রিসেন্ট সোসাইটির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us