নাহিদের পর সাকিবের আঘাত, পাকিস্তান ৬৭/৪

প্রথম আলো প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ১১:২৯

বাবরের পর শাকিলকে হারিয়ে চাপে পাকিস্তান


ইনিংসের শুরু থেকেই বাবর ছিলেন নড়বড়ে। একবার জীবন পেয়েও স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফিরেছেন। ঘণ্টায় ১৪৬.৪ কিলোমিটার গতির বলে ‘অলস’ ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন বাবর। ২২ রান করেছেন বাবর।


পরের ওভারেই সাকিবের বলে স্টাম্পড হয়েছেন প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদি শাকিল। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে ফিরেছেন তিনি। পাকিস্তানের রান ৪ উইকেটে ৬৭। এখনো পিছিয়ে ৫০ রানে।


বাবরের ক্যাচ ছাড়লেন লিটন


শেষ দিনের শুরুটা উইকেট দিয়ে করতে চেয়েছিল বাংলাদেশ। সেটা তারা করেছেও। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। তবে মাসুদের ক্যাচ নেওয়া নেওয়া লিটনই পরের ওভারে শরীফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়েছেন।


৯৪ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ


দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান তুলে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনটা শেষ করেছে পাকিস্তান। বাংলাদেশকে আবারও ব্যাট করাতে ৯৪ রান দরকা দলটির। শরীফুল ইসলামের বলে ওপেনার সাইম আইয়ুবকে হারানো দলটিকে এরপর দিন পাড় করেছেন আবদুল্লাহ শফিক (১২*) ও অধিনায়ক শান মাসুদ (৯*)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us