গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ অমন শিশুতোষ ভুলটা যদি না করতেন! এ নিয়ে আফসোস থাকতেই পারে। তবে এটিও যে খেলার অংশ। সেই ভুলের মাশুল অবশ্য ঠিকই দিতে হয়েছে বাংলাদেশকে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ললিতপুরের আনফা কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
হারলেও খুব বেশি ক্ষতি হয়নি মারুফুল হকের শিষ্যদের। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। শেষ চার নিশ্চিত করেছিল নেপালও। আজ স্বাগতিক সঙ্গে বাংলাদেশের লড়াইটা ছিল গ্রুপ সেরা হওয়ার। তবে সেই স্বপ্নপূরণ হলো না দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করায়।