আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও র‍্যাবের সাবেক মুখপাত্র সোহায়েল গ্রেপ্তার

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ১১:২৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি একসময় র‍্যাবের মুখপাত্র ছিলেন।


আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা ও মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়।


ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us