গন্তব্যস্থল জানাতেই রিকশাচালক বললেন, ‘৩২ নম্বরে যাওয়া যাইবে না। খুব গ্যাঞ্জাম। আগে নাইম্যা যায়েন।’ আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের উল্টো দিক থেকে রিকশায় চড়লাম। রিকশাচালকের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দরে।
রাস্তাঘাট অনেকটা ফাঁকা। এর মধ্যে চলছে কিছু রিকশা ও যানবাহন। পান্থপথ মোড় পার হতেই রাস্তার উল্টো দিক থেকে বিএনপির একটি মিছিল আসছিল। সেখানে আওয়ামী লীগবিরোধী স্লোগান। শ পাঁচেক তরুণ আছেন মিছিলটিতে। অনেকেরই হাতে লাঠি ও সবুজ রঙের প্লাস্টিকের রড। সেগুলোর কোনো কোনোটির মাথায় জাতীয় পতাকা।