২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে মারা যান অনেক পোশাককর্মী। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারীকর্মীকে উদ্ধার করা হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে নজরুল ইসলাম নির্মাণ করেন ‘রানা প্লাজা’ নামের সিনেমা। এত বছরেও সেন্সরের বাধা অতিক্রম করতে পারেনি সিনেমাটি।
২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। কয়েক দফা শুনানির পর সিনেমাটি আটকে দেওয়া হয়। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে।
দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম। আশা করছেন, সিনেমাটি এবার দর্শকদের দেখাতে পারবেন তিনি।