ছাত্র-জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।
শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি-মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন।
সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আলী আরাফাত ১০ দিন আত্মগোপনে থাকার পর মুখ খুললেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস কেন্দ্র করে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ‘আমরা মরিনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো।’ এ ছাড়া স্ট্যাটাসে আবু সাঈদ, মীর মুগ্ধসহ কোটা আন্দোলনে নিহত সবার বিচার চেয়েছেন তিনি।