বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সংহতি জানিয়েছিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু। সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছাত্রহত্যা ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এখনও উৎকণ্ঠা কাটেনি তার। এখনও ভাবছেন, যে বিজয় অর্জিত হয়েছে, তা কি ধরে রাখতে পারবে তরুণেরা?
ছাত্রদের অভ্যুত্থানের পর বর্তমান পরিস্থিতি নিয়ে শিল্পী আলম আরা মিনু কথা বলেন জাগো নিউজের সঙ্গে। নতুন সরকারের কাছে তার প্রত্যাশা কী? জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের সার্বিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। চারদিক থেকে যেসব খবর পাচ্ছি, তা মোটেও সুখকর নয়। নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা হচ্ছে, আমরা সবাই শান্তি চাই। সঠিক আইন প্রয়োগ হোক। মানুষ যেন নিরাপদ থাকে, সেই ব্যবস্থা করা হোক।’